আমাদেরকে নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এদেশে আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না—এটা নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানবকল্যাণ পরিষদ চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য পেছন থেকে কিছু সংখ্যক মানুষ কাজ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। কেউ যেন এ ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন এবং এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিএনপি মহাসচিব এ সময় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘ ছয় বছর পর তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
