গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় তার নিজ এলাকায় হামলার ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় তার নিজ এলাকায় হামলার ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ন্যায়-নীতি ও জনকল্যাণের মাধ্যমে পরস্পর প্রতিযোগিতা হবে, এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক চরিত্র হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু বৃহস্পতিবার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে যেভাবে সহিংস পন্থায় অবরুদ্ধ করা হয়েছে, তা আমাদের বিস্মিত করেছে। ইসলামী আন্দোলন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দনীয় এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে দ্রুততার সাথে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।’
গাজী আতাউর রহমান বলেন, ‘নুরুল হক নুরের অভিযোগ মতে, এই হামলার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। তাই যদি হয়, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিন। কারণ জুলাই অভ্যুত্থানের পরে দেশে আবারো সহিংস রাজনৈতিক সংস্কৃতির চর্চা হতে দেয়া যাবে না। বিএনপির কারণে পুরোনো অশুভ রাজনৈতিক সংস্কৃতি বিষবাষ্প ছড়ালে ইতিহাসের কাছে বিএনপিকে দায়বদ্ধ করা হবে।’