ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের বিরুদ্ধে শুরু হওয়া এসব বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন ‘একনায়কের মৃত্যু চাই’, ‘সাইয়্যেদ আলীকে ক্ষমতাচ্যুত করতে হবে’ এবং ‘পাহলভী ফিরে আসবে’—এ ধরনের সরকারবিরোধী ও রাজতন্ত্রপন্থী স্লোগান দিচ্ছেন।
রাজধানী তেহরানের নিকটবর্তী কারাজ, মালার্ড ও ভারামিনসহ বিভিন্ন অঞ্চলে রাত পর্যন্ত বিক্ষোভ চলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, অনেক এলাকায় বিক্ষোভ এখনো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পর্যায়ে রয়েছে।
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামদান থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা দলবদ্ধভাবে রাজপথে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আন্দোলনের খবর ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে, যা সাধারণত সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্রে বিরল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানিদের আরও বড় পরিসরে রাজপথে নামার আহ্বান জানিয়েছে। এই আহ্বান ঘিরে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সরকারিভাবে এখনো বিক্ষোভের বিষয়ে ইরান সরকারের বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
