সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ছয়টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। বুধবার সকাল থেকেই একে একে তারা ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্য অনুযায়ী, সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন। এরপর দুপুর পৌনে ১২টায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী, দুপুর ১২টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং দুপুর ১টায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ভুটানের পক্ষ থেকে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেল। আর মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে উপস্থিত থাকবেন দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলো তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানায়।
সরকার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ প্রস্তুত রাখা হয়েছে।
