বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে ওই বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন সংশ্লিষ্ট ভারতীয় কূটনীতিক।
বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যেই সাক্ষাৎ করলেও ভারতীয় কূটনীতিক সে পথে যাননি।
জামায়াত আমির বলেন, ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার কথা বলেছিলেন। তবে তিনি মনে করেন, রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই বৈঠক ও তা গোপন রাখার অনুরোধের বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।







