মালি ও বুরকিনা ফাসো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। দেশ দুটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে মালি ও বুরকিনা ফাসোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বুরকিনা ফাসোর পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব শর্ত ও বিধিনিষেধ মালি ও বুরকিনা ফাসোর নাগরিকদের ওপর আরোপ করেছে, ঠিক একই শর্ত এখন থেকে মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন থেকে মালি ও বুরকিনা ফাসোতে প্রবেশের ক্ষেত্রে একই ধরনের বিধিনিষেধের মুখোমুখি হবেন
