“জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, শীর্ষ ১০১ আলেমের বিবৃতি” শীর্ষক একটি খবর সম্প্রতি মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিবৃতিতে শীর্ষ ১০০ জন আলেমের নাম উল্লেখ করা হলেও, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিবৃতিটির সত্যতা ও সংশ্লিষ্ট আলেমদের সম্মতির বিষয়ে।
বিবৃতিতে নাম থাকা কয়েকজন আলেমের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা এ ধরনের কোনো বিবৃতির বিষয়ে অবগত নন। আটজন আলেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে পাঁচজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়। তাদের প্রত্যেকেই জানিয়েছেন, তারা ওই বিবৃতির বিষয়ে কিছুই জানেন না এবং এতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার কোনো অনুমতি দেননি।
বিবৃতিতে ১৩ নম্বরে নাম থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও তার ব্যক্তিগত সহকারী মাওলানা জহির জানান, “এই বিবৃতির ব্যাপারে খতিব সাহেব কিছুই জানেন না। তিনি এতে নাম দেননি।”
২২ নম্বরে নাম থাকা মুফতি ফয়জুল্লাহ্ সন্দীপি বলেন, “এ ব্যাপারে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে দেখতে হবে।”
এ ছাড়া ৪৮ নম্বরে নাম থাকা মাওলানা আবু সাবের আব্দুল্লাহ জানান, “এটা যে ইসলামী জোট না, আমরা আগেই বলেছি। তবে এই বিবৃতিতে আমি নাম দিইনি।”
এভাবে বিবৃতিতে নাম থাকা একাধিক আলেমের অস্বীকৃতির পর ‘শীর্ষ ১০১ আলেমের বিবৃতি’ শিরোনামে প্রকাশিত বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
