একটি রাষ্ট্রকে প্রকৃত অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে বিভক্তি ভুলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জামায়াত আমির বলেন, জাতির মধ্যে অনৈক্য বিরাজ করলে সেই জাতি কখনোই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে চিন্তা ও মতের ভিন্নতা থাকতে পারে; তবে তা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, হিংসা ও বিভেদ পরিহার করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। মহান আল্লাহ যেন আমাদের সহায় হন। আমিন।







