ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে মার্কিন বাহিনী—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বড় পরিসরের এক অভিযানে মার্কিন সেনা কমান্ডোরা মাদুরো দম্পতিকে আটক করে ভেনেজুয়েলা থেকে দেশের বাইরে নিয়ে গেছে।
ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে আরও ব্যাখ্যা দিতে স্থানীয় সময় আজ সকাল ১১টায় ফ্লোরিডার মার-আ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি।
এদিকে ট্রাম্পের এই দাবির বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার সত্যতা ও পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে আন্তর্জাতিক মহলে তীব্র আগ্রহ ও উদ্বেগ তৈরি হয়েছে।
