মেজর জেনারেল সারোয়ার ফরিদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান, গতকাল (০৩ জানুযারি ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ইতিহাসে একটি গোয়েন্দা সংস্থার প্রধানের সরাসরি কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখার সুযোগ নেই। রাষ্ট্রীয় প্রোটোকল, প্রশাসনিক নিরপেক্ষতা এবং বেসামরিক–গোয়েন্দা কাঠামোর প্রচলিত রীতিনীতির সঙ্গে এই ঘটনা সাংঘর্ষিক কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্বপ্রাপ্ত একটি গোয়েন্দা সংস্থার প্রধানের এ ধরনের উপস্থিতি রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে অস্বাভাবিক বার্তা বহন করে বলে মত বিশ্লেষকদের।
লে. কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, সরকারি প্রোটোকল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হলে তা প্রশাসনিক শৃঙ্খলার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ তৈরি করে। তিনি এ ঘটনাকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে এনএসআই বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
