ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে “ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক” সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একদিন পর রোববার তিনি এই বক্তব্য দেন।
মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্কের পথে এগিয়ে যাওয়াকে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
একই সঙ্গে তিনি জানান, যৌথ উন্নয়ন ও সহযোগিতাভিত্তিক একটি এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে ভেনেজুয়েলা আগ্রহী। এ লক্ষ্যে তিনি ওয়াশিংটনকে আলোচনায় বসার আহ্বান জানান।
