আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদি পদযাত্রা’র কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) ভোরে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় তার কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আজাদি পদযাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের সামনে দুটি পথ খোলা রয়েছে—আজাদির জোট এবং গোলামির জোট। তিনি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতার বাস্তবতায় দেশে লুটতরাজ ও অর্থপাচারের সঙ্গে জড়িতরা ক্ষমতার কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে আগামীর নির্বাচনে জনগণ আজাদির পক্ষে নাকি গোলামির পক্ষে অবস্থান নেবে—এই সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ১১ দলীয় আজাদির জোট দেশের সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম অব্যাহত রাখবে। শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদির লড়াই শুরু করেছিলেন, তা সম্পন্ন করাই এখন তাদের প্রধান দায়িত্ব।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দলীয় দাসত্ব পরিহার করে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে।
