আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হুমকির প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নির্দেশনার পর আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে দল থেকে মুক্ত করে কলকাতা নাইট রাইডার্স।
মাত্র কয়েক দিন আগে আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিযোগিতায় নেমে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে নতুন মৌসুমে একটি ম্যাচও না খেলেই দল ছাড়তে হলো এই বাংলাদেশি পেসারকে।
এই ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভারতের দ্বৈত অবস্থান। কারণ একই সময়ে গত বছরের সরকারবিরোধী আন্দোলনের পর দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই দুই ঘটনায় ভিন্ন আচরণ নিয়ে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রশিদ লতিফ লেখেন, বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। অথচ একই দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিতে পারে না—এটি বিস্ময়কর। তিনি আরও উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং সে কারণে বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে আগ্রহী নাও হতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
এদিকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানিয়েছে বলে জানা গেছে।
