এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের গদি নড়বড়ে হয়ে গেছে, তাই তাদের ঘুম এখন হারাম। তিনি বলেন, শহীদ ওসমান হাদির ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করছেন। মানুষ তাদের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে বলেই চাঁদাবাজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজেদের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে বুঝতে পেরেই তারা এখন ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় আয়োজিত আগ্রাসনবিরোধী পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বড় বোয়াল মাছ যখন পুকুরের সব মাছ খেয়ে ফেলে, তখন শেষ পর্যন্ত সে নিজের লেজেই কামড় দিতে শুরু করে। এখন বড় বড় হোমরা-চোমড়ারাও নিজেদের মধ্যেই কামড়াকামড়ি শুরু করেছে—এ দৃশ্য সবাই দেখতে পাচ্ছে।
তিনি বলেন, একটি আদর্শের কারণেই হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, বাজারে এক ব্যক্তি তাকে ধরে কান্নায় ভেঙে পড়ে জানান, ফজরের নামাজে হাদি ভাইয়ের জন্য দোয়া করেছেন। অথচ ওই ব্যক্তি কোনো দিন হাদি ভাইকে দেখেননি, কথা বলেননি বা তিনি কখনো ওই গ্রামে যাননি। তবুও তার প্রতি মানুষের এমন ভালোবাসা ও আন্তরিকতা—এটাই প্রমাণ করে হাদি ভাইয়ের সততা ও আদর্শের শক্তি।
হাসনাত বলেন, হাদি ভাইয়ের জন্য মানুষ দোয়া করে কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে উৎখাত করার কারণে নয় কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের কারণেও নয়; বরং তার সততা ও নিষ্ঠার জন্য। তিনি কোনো লুটপাটে জড়াননি, ব্যাংকের টাকা আত্মসাৎ করে নির্বাচনে নামেননি, এমনকি নির্বাচনি প্রচারণায় বিলাসিতার বদলে সাধারণ মুড়ি-বাতাসা নিয়েই মানুষের কাছে গেছেন। সততাই ছিল তার রাজনীতির একমাত্র আদর্শ।
এ সময় হাসনাত আবদুল্লাহ এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
