জুলাইয়ে ছাত্র হত্যার সহযোগিতা এবং ছাত্রদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী চার শিক্ষককে বহিষ্কার করা হবে না কেন—এ মর্মে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
অভিযুক্ত চার শিক্ষক হলেন—সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডে সহযোগিতা এবং শিক্ষার্থীদের অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের লিখিত ব্যাখ্যা দিতে হবে।
ব্যাখ্যা পর্যালোচনা শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।







