জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যে রাজনৈতিক দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখার সিদ্ধান্তও একা নিতে পারেন না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে—এটা বিশ্বাস করার মতো কোনো মানুষ বাংলাদেশে নেই। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথানত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, তারা বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, কিন্তু সেই পরিকল্পনা কী—তা গোপন রাখা হয়। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয়, কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয়—সেটাও তারা প্রকাশ করে না। ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে যদি কেউ মনে করে ১২ ফেব্রুয়ারি তাদের জয় নিশ্চিত, তাহলে মনে রাখতে হবে—ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একই পরিণতি ভারতের ওপর নির্ভরশীল নতুন জালেম শক্তিরও হবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সবাই প্রত্যক্ষ করেছে। এসব নির্বাচনের ফল প্রকাশের পরও বিএনপির নেতারা দাবি করছেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। রাশেদ প্রধান বলেন, তার আশঙ্কা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পর তারা আবার বলবে—জাতীয় সংসদের ফলাফলের প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না; আর স্থানীয় সরকার নির্বাচনের পর বলবে—এর প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবুও তারা হতাশ নন। কারণ ২৪–পরবর্তী বাংলাদেশে একটি নতুন সচেতন ছাত্রসমাজ ও শ্রমিক শ্রেণি তৈরি হয়েছে। তিনি বলেন, এমন একটি প্রজন্ম এখন গড়ে উঠেছে, যারা মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে জানে। এ কারণে জাগপাসহ সমমনা রাজনৈতিক শক্তির হারানোর কিছু নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই।
