নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার এক উপজেলা ছাত্রদল নেতার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অংশ নেয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধার করা অস্ত্রগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় হামলা ও লুটের ঘটনায় যে অস্ত্রগুলো খোয়া গিয়েছিল, সেগুলো উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
