ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার কমে আসায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে ল্যাপটপের ওপর নির্ভরতা দ্রুত বেড়েছে। অফিসের কাজ, পড়াশোনা থেকে শুরু করে বিনোদন—সব ক্ষেত্রেই এখন ল্যাপটপ অপরিহার্য হয়ে উঠেছে। সহজে বহনযোগ্য ও বহুমুখী ব্যবহারের সুবিধার কারণে এটি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ভালো রাখতে কিছু বিষয় মেনে চলা জরুরি বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ল্যাপটপ দীর্ঘ সময় চার্জারে লাগিয়ে রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। এতে ব্যাটারির ধারণক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী চার্জ দেওয়া এবং শতভাগ চার্জ হয়ে গেলে চার্জার খুলে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও ফাইল জমে গেলে স্টোরেজ ভরে যায় এবং ডিভাইসের গতি কমে যায়। নিয়মিত অকাজের অ্যাপ ও ফাইল মুছে ফেললে ল্যাপটপ দ্রুত ও স্বাভাবিক গতিতে কাজ করে।
নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখতে অপারেটিং সিস্টেম এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করার ওপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আপডেটের মাধ্যমে নতুন ফিচারের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও কমে।
ল্যাপটপ চার্জ দেওয়ার সময় সমতল ও শক্ত জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিছানা বা নরম জায়গায় রাখলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে অতিরিক্ত গরম হয়ে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
অন্যদিকে, অজানা ইউএসবি বা চার্জিং ডিভাইস সংযুক্ত করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশের আশঙ্কা থাকে। একই সঙ্গে ল্যাপটপ থেকে মোবাইল বা পাওয়ার ব্যাংক চার্জ দেওয়াও ব্যাটারির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, এসব সাধারণ নিয়ম মেনে চললে ল্যাপটপ দীর্ঘ সময় ভালো অবস্থায় ব্যবহার করা সম্ভব হবে এবং অপ্রত্যাশিত যান্ত্রিক সমস্যাও অনেকটাই এড়ানো যাবে।
