চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা জামাল উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির উদ্দীন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু বলেন, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত— সে বিষয়ে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।







