দক্ষিণ আফ্রিকা চীন, রাশিয়া ও ইরানের সঙ্গে এক সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে। ‘উইল ফর পিস ২০২৬’ নামের এই সামরিক মহড়াটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উপকূলীয় জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রিকস প্লাস কাঠামোর আওতায় আয়োজিত এ যৌথ মহড়ার নেতৃত্ব দিচ্ছে চীন। মহড়ার প্রধান আয়োজন করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক সাইমন’স টাউন নৌঘাঁটিতে, যা দেশটির নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত।
এই মহড়ার মূল লক্ষ্য হিসেবে সমুদ্রপথের নিরাপত্তা জোরদার, অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক নৌ-পরিবহন ও বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর যুদ্ধজাহাজ ও নৌসম্পদ আগেই দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে। যৌথ সামরিক কার্যক্রম চলবে ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বহুপাক্ষিক নৌ মহড়া কেবল সামরিক সক্ষমতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনীতিতে অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক কৌশলগত সহযোগিতার বার্তাও বহন করে।
