নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ আটজনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার তক্কার মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল হোসেন গ্রুপ এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পটকা ও প্রায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মেহেদী হাসান দোলনসহ আটজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
