জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে।
এই মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অপর আসামি জুনায়েদ আহ্মেদ পলক গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। রোববার (১১ জানুয়ারি) তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানিকালে প্রসিকিউশনের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া পলকের বক্তব্য—‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—ট্রাইব্যুনালের বিচারকের সামনে উপস্থাপন করা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের ওই বক্তব্য শোনেন পলক। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের মধ্যে হওয়া কথোপকথনও পড়ে শোনানো হয়।
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে অগ্নিকাণ্ডের কারণে ইন্টারনেট বন্ধ হওয়ার যে বক্তব্য প্রচার করা হয়েছিল, তা ছিল বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে তৎকালীন সরকারের নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহ্মেদ পলক এসব কার্যক্রমের নীলনকশা প্রণয়ন করেছিলেন।
এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেছেন।
