জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’।
মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব এম আলী নেওয়াজের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা।
তারা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ জাতীয় পার্টি, ১৪ দল ও এনডিএফ জোটের মনোনয়নপ্রাপ্ত সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানে ১৪০০-এর বেশি ছাত্র-জনতাকে নির্মূলের উদ্দেশ্যে যে গণহত্যা চালানো হয়েছিল, তার ন্যায়বিচার আজও হয়নি। অথচ সেই ঘটনার সঙ্গে জড়িত দল ও ব্যক্তিরাই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ২৪৪ আসনে প্রার্থী দিয়েছে জি. এম. কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছে বলে অভিযোগ করা হয়। গত ১৬ বছরে গুম, খুন ও গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে ১৪ দল ও তাদের সহযোগীরা বলেও স্মারকলিপিতে দাবি করা হয়।
তারা আরও অভিযোগ করে বলেন, প্রশাসনের ভেতর এখনো স্বৈরাচার সমর্থিত ব্যক্তিরা অবস্থান করছে। ২০১৮ সালের রাতের ভোট আর ২০২৪ সালের নাটকীয় নির্বাচনে যাদের ভূমিকা ছিল, তাদেরই একাংশ এবার নির্বাচনের দায়িত্বে রয়েছে। এভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করে জুলাই ঐক্য। যারা গণ-অভ্যুত্থানের সময় গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, তাদের অনেকেই এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন—এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল আশঙ্কা করছে—‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে নির্দিষ্ট একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। তাই নির্বাচন কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনার মতো উদ্যোগ দ্রুত নেওয়ার আহ্বান জানায় জুলাই ঐক্য।
