যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ডেনমার্ক। দেশটি সেখানে একটি সামরিক কমান্ড ইউনিট মোতায়েন করেছে, যার মাধ্যমে ভবিষ্যতে বৃহত্তর ডেনিশ ও মিত্রবাহিনী পাঠানোর জন্য অবকাঠামো ও পরিবহন সক্ষমতা প্রস্তুত করা হচ্ছে।
ড্যানিশ পাবলিক ব্রডকাস্টার ডিআর জানিয়েছে, এই প্রস্তুতির অংশ হিসেবে সামরিক সরঞ্জাম ও সহায়ক উপকরণ ইতোমধ্যেই গ্রিনল্যান্ডে পৌঁছেছে। প্রাথমিক পর্যায়ে ডেনিশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সেখানে অস্থায়ী ঘাঁটি স্থাপন করবে। পরবর্তীতে মিত্রবাহিনীকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, সম্ভাব্য মার্কিন চাপ বা হামলার আশঙ্কা মাথায় রেখেই এই ‘হেভি রিইনফোর্সমেন্ট’ মোতায়েন করা হচ্ছে। ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে কিছু ‘অনির্দিষ্ট মিত্র দেশ’ ডেনমার্ককে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে প্রথমবারের মতো গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই একটি ছোট সামরিক দল গ্রিনল্যান্ডে পৌঁছাতে পারে। পরিস্থিতির প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও সেনা পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সামরিক তৎপরতা নতুন মাত্রা পাচ্ছে।
