জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রক্রিয়াধীন সমঝোতা এখন ১০ দলীয় রূপ নিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি।
সূত্র জানায়, বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধানসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারা।
এছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটভুক্ত দলগুলোর অন্যান্য নেতারাও বৈঠকে অংশ নিচ্ছেন।
বৈঠকে নির্বাচনি আসন সমঝোতা, জোটের কাঠামো এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে জোটের চূড়ান্ত অবস্থান ও সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
