আসন সমঝোতা না হওয়ায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, জোটের ভেতরে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় তারা আর জোটে থাকছে না।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতোমধ্যে দলটির প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে তাদের প্রার্থীরা নির্বাচনি মাঠে রয়েছেন। এসব প্রার্থীকে কেউ যেন প্রার্থিতা প্রত্যাহার না করেন—সে বিষয়ে দলীয়ভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোট ২৭২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। যেসব আসনে তারা প্রার্থী দিতে পারেনি বা প্রতিদ্বন্দ্বিতা করবে না, সেসব আসনে প্রয়োজন অনুযায়ী অন্যদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
এর মাধ্যমে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নিয়ে মাঠে থাকার ঘোষণা দিল।







