পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি ত্রি-পাক্ষিক প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রেজা হায়াত হাররাজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রায় এক বছর ধরে চলা ধারাবাহিক আলোচনা ও পরামর্শের পর এই খসড়া চুক্তি তৈরি করা হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। তিনটি দেশই বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন দিক পর্যালোচনা করছে।
রেজা হায়াত হাররাজ আরও জানান, প্রস্তাবিত এই ত্রি-পাক্ষিক প্রতিরক্ষা উদ্যোগটি সৌদি আরব ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি থেকে আলাদা। এটি তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও কাঠামোবদ্ধ করার লক্ষ্যে নেওয়া একটি নতুন উদ্যোগ।
চুক্তিটি চূড়ান্ত হলে প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্যোগের ক্ষেত্রে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।
