দেশ ছেড়ে কাতার পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি মো. শাহিন শেখ (৩৩)কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাতারগামী ফ্লাইটে ওঠার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের সুলতান শেখের ছেলে। পুলিশ জানায়, তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, বিমানবন্দরে আটকের পর সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের একটি টিম বিমানবন্দর থানায় পৌঁছে শাহিন শেখকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে। সব মামলাতেই তিনি এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
