অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের নির্বাচনের স্বচ্ছতা আমরা যেমন নিশ্চিত করতে চাই, তেমনি আন্তর্জাতিক মহলও গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।
পাশাপাশি গণভোট ও সংস্কার–সংক্রান্ত বিষয়গুলোও এতে যুক্ত রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখনই সময় জুলাই বিপ্লবের অর্জনগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। এ নিয়ে কিছু মহলে নেতিবাচক মনোভাব রয়েছে। সেগুলোর জবাব না দিয়ে সবাইকে ইতিবাচকভাবে সামনে এগিয়ে যেতে হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, অতীতে দেখা গেছে— কেউ ভালো কোনো উদ্যোগ নিলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। আশা করি, এবার সে ধরনের পরিস্থিতি হবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নিজেদের শক্তিশালী করুন এবং ভবিষ্যতে যে সরকার গঠিত হবে তাকেও শক্ত ভিত্তির ওপর দাঁড় করান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও জেলার নয়টি উপজেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে মঞ্চে সংগীত পরিবেশন করেন স্থানীয়
