কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে আইন ও বিধি অনুযায়ী মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যেও কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
ডা. তাহের জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, “জোট গঠনে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির যে আসনে নির্বাচন করবেন, তার প্রতি সম্মান জানিয়ে ওইআ সনে জামায়াত দলীয় প্রার্থী দেবে না।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগেই অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা হচ্ছে।”
এর আগে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈঠক শুরু হয়।







