ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আজই চূড়ান্ত হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে তাদের জন্যও আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ। একই সঙ্গে জোটসংক্রান্ত যেকোনো জটিলতা নিষ্পত্তির ক্ষেত্রেও আজকের পর আর সময় থাকবে না।
এদিকে আগামীকাল বুধবার রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী থাকলে সংশ্লিষ্ট দলকে একজনের নাম চূড়ান্ত করে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চাইলে আজ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সোমবার এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
নির্বাচনি তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী দাঁড়ান এক হাজার ৮৪২ জন। পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন।
