বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করে—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া চান। তিনি উল্লেখ করেন, অভিজাত এলাকায় বসবাসকারী মানুষের সন্তানদের মতো বস্তিবাসীর সন্তানদেরও শিক্ষা পাওয়ার সমান সুযোগ নিশ্চিত করতে চায় বিএনপি।
তিনি আরও বলেন, নারীদের মাধ্যমে পরিবারগুলোকে সচ্ছল করে তুলতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। কড়াইলসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা সমাধানে বিএনপি পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
কড়াইলের বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে তারেক রহমান বলেন, তাদের জন্য পরিকল্পিতভাবে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দোয়া মাহফিল শেষে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন।
