নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় কারাগার থেকে হাজিরা দিতে আসা কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের দুই আওয়ামী লীগ নেতার জন্য ভূরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, দায়িত্বরত পুলিশের সহযোগিতায় হাজতখানার ভেতর এই আয়োজন করা হয়। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ জ ম পাশা চৌধুরী এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ।
জানা গেছে, তারা উভয়েই কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসেন। হাজতখানায় অবস্থানকালে তাদের জন্য বাইরে থেকে খাবার এনে ভূরিভোজের আয়োজন করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর আদালত প্রাঙ্গণ ও সংশ্লিষ্ট মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আদালত প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।







