বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাংক ফ্লিটের আধুনিকায়ন ও মেরামত কার্যক্রমের অংশ হিসেবে ১২ সদস্যের একটি চীনা টেকনিশিয়ান দল বাংলাদেশ সফর করেছে। গত ১২ ও ১৩ জানুয়ারি দুই ধাপে এই টেকনিশিয়ানরা বাংলাদেশে পৌঁছান। প্রথম ধাপে ৭ জন এবং দ্বিতীয় ধাপে ৫ জন উচ্চ দক্ষতাসম্পন্ন মেশিনিস্ট আসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনা টেকনিশিয়ানদের প্রথমে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে নেওয়া হয়। পরবর্তীতে তাদের চট্টগ্রামের চারিয়া ফিল্ড ফায়ারিং রেঞ্জে স্থানান্তর করা হয়, যেখানে ট্যাংক আপগ্রেডেশন ও রিপেয়ার সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
এই টেকনিশিয়ানদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর টি-৫৯, টি-৬৯ এবং এমবিটি-২০০০ মডেলের ট্যাংকগুলোর আপগ্রেড ও মেরামত করা হবে। আপগ্রেডেশনের আওতায় ট্যাংকে এক্সপ্লোসিভ রিয়্যাক্টিভ আর্মার সংযোজন, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম স্থাপন, ইঞ্জিন পাওয়ার বৃদ্ধি এবং নেভিগেশন সক্ষমতা উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এই আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাংক ইউনিটগুলোর যুদ্ধক্ষমতা ও অপারেশনাল দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
