ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বর আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হন নেতাকর্মীরা।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ নির্বাচনি স্লোগানে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। এতে ১০ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।
এদিকে মিরপুরের এই জনসভার মধ্য দিয়ে টানা চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করলেন জামায়াত আমির। শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলে সফরে যাবেন। আগামী ২৫ জানুয়ারি তিনি আবারও ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগ করবেন।







