আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ঢাকা শহরের কড়াইল বস্তিতে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বস্তিবাসীদের তথাকথিত ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখানো হয় এবং বস্তি উচ্ছেদ করে সেখানে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অভিযোগ উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই রঙিন পোস্টার ছাপানোর মাধ্যমে আবারও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে তারেক রহমানের বিরুদ্ধে। চলতি নির্বাচনে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এসব পোস্টার বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
এমন পরিস্থিতিতে নির্বাচনী আইন ও আচরণবিধি প্রয়োগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের মতে, বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পরও ব্যবস্থা না নেওয়ায় নির্বাচনী আইন সবার জন্য সমানভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
