কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনী অবস্থান আরও শক্ত হয়েছে। বিএনপির দলীয় প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন আদালতের চূড়ান্ত রায়ে বাতিল হওয়ায় এই আসনে বিএনপির কোনো দলীয় প্রার্থী থাকছে না।
জানা যায়, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আব্দুল গফুর ভূঁইয়া আপিল করলেও আদালত তা খারিজ করে দেন। ফলে বিএনপির পক্ষ থেকে এই আসনে আর কোনো দলীয় প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না।
অন্যদিকে, বিএনপির সমর্থক হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নও আদালত বাতিল করেছেন। এ বিষয়ে করা আপিলের রায় আগামী রবিবার ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে স্থানীয়ভাবে তিনি তেমন পরিচিত নন এবং নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবেন না বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এ অবস্থায় কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী ইয়াছিন আরাফাত কার্যত প্রতিদ্বন্দ্বীশূন্য অবস্থায় এগিয়ে রয়েছেন। শক্ত প্রতিপক্ষ না থাকায় নির্বাচনের আগেই এই আসনে জামায়াতের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
