আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার পঞ্চগড় সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় কর্মসূচি অনুযায়ী, তিনি পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, জনসভায় ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনি অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন।
এ জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভা সফল করতে নির্বাচনি প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। এই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের জনসভা থেকে জনগণের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হবে।







