উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই—আপনারাই আমাদের আসল কার্ড। আপনাদের বুকের ভেতরে একটি কার্ড চাই। বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করতে চাই। এতদিন স্লোগান ছিল ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’, এখন থেকে স্লোগান হবে ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’।
শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, তিনি বক্তৃতা দিতে নয়, সাক্ষী হতে এসেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয়, বরং পরিকল্পিতভাবে দরিদ্র করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরবঙ্গে আর বেকারত্ব দেখতে চান না; বরং কর্মসংস্থান সৃষ্টি করতে চান। নদী আল্লাহর দান—কিন্তু দেশের চারটি নদী শুকিয়ে গেছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, তাহলে এ দেশের কি কোনো অভিভাবক ছিল না?
তিনি বলেন, নির্বাচন এলেই কেউ কেউ কোকিলের মতো ডাক দেয়, কিন্তু আমরা সবসময় জনগণের পাশেই ছিলাম। দেশ ও জনগণকে ছেড়ে আমরা কোথাও যাইনি। শত নির্যাতনের মধ্যেও জনগণের সঙ্গে থেকেছি এবং আগামীতেও একসঙ্গে দেশ গড়ব ইনশাআল্লাহ।
জামায়াত আমির আরও বলেন, উত্তরবঙ্গকে নতুনভাবে গড়ে তোলা হবে। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অর্থের উৎস সম্পর্কে তিনি বলেন, প্রতিবছর দেশ থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়—এই অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যবহার করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ সুযোগ দিলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারত্ব ও অর্থ পাচার বন্ধ করা হবে। তিনি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।







