জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা যেমন কারো ওপর খবরদারি করতে চাই না, তেমনি আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক—তাও সহ্য করবো না।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরাঞ্চলের নদীগুলোর বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, উত্তরাঞ্চলের নদীগুলোকে কার্যত মেরে ফেলা হয়েছে। জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নদীর জীবন ফিরলে এ অঞ্চলের মানুষের জীবনও ফিরে আসবে।
তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবো। কাউকে ভাতা নয়, কাজ দিতে চাই। আপনাদেরকে কাজ দিয়ে সম্পদে পরিণত করতে চাই।
মানসম্মত স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি। শত জুলুম-নির্যাতনের পরও আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। আল্লাহ সুযোগ দিলে আপনাদেরকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চাই। বিশেষ করে মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
জনসভা শেষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। তবে এসব আসনে জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী না থাকায় সবকটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক হস্তান্তরকালে তিনি বলেন, এই পাঁচজন প্রার্থীকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানতকে আপনারা আমাদের জন্য উপহার হিসেবে ফিরিয়ে দেবেন।







