“দাঁড়িপাল্লায় আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া”—এমন মন্তব্য করেছেন ১০-দলীয় ঐক্যজোটের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, যারা নির্বাচনী প্রতীক ও প্রচারণায় নাশকতা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বালুমহল দখলের রাজনীতির সঙ্গে জড়িত একটি মহল পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দেশের জনগণ এ ধরনের চাঁদাবাজ রাজনীতিকে আর সমর্থন করে না।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। হামলা ও মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচিত হলে নিজের অবস্থান স্পষ্ট করে নুরুল ইসলাম বুলবুল বলেন, তিনি শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। জনগণের অংশগ্রহণে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হবে।
তরুণদের বিষয়ে তিনি বলেন, মাদক থেকে দূরে রেখে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। ভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট কেনাবেচা, টাকা-পয়সা বা উপহারের রাজনীতি তারা প্রত্যাখ্যান করেন এবং ভোটের পবিত্রতা রক্ষা করতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন আমির হাফেজ আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুর রহমান। সভায় জেলা জামায়াতের আমির আবুজার গিফরী, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, অধ্যাপক মুখলেশুর রহমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







