ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।
জামায়াতের প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অনুষ্ঠানে অংশ নেন। তারা ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বক্তব্য রাখেন।
এ আয়োজনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পত্রিকার সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংবর্ধনায় বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়েছে। সাহিত্য, সংগীত ও শিল্পকলায় দুই দেশের অভিন্ন ভালোবাসা এই বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আঞ্চলিক শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম এবং জ্বালানি করিডোর বিনির্মাণের মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। একই সঙ্গে তিনি একটি পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মূল্য পুনর্ব্যক্ত করে প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণের আগামীর যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
