ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন দলের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। তালতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শামীম স্মরণী, হালিম ফাউন্ডেশন ও মোল্লাপাড়া প্রদক্ষিণ করে তালতলা বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে মহানগর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিমের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য জিয়াউল আহসান, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমির শাহআলম তুহিন, আব্দুল আওয়াল আজম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদসহ জাকির হোসেন, রুহুল আমীন, আবু সাঈদ খুদরি, মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, ছাত্রশিবির ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
পরে ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পৃথক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম, থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ছাড়া সন্ধ্যা ৭টায় ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শেওড়াপাড়া শামীম স্মরণী থেকে গণসংযোগ ও মিছিল শুরু হয়ে ইকবাল রোড, আনন্দ বাজার, বডার বাজার ও পশ্চিম শেওড়াপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।
এই গণসংযোগে উপস্থিত ছিলেন কাফরুল দক্ষিণ থানার আমির আব্দুল মতিন খান, পেশাজীবী নেতা মাস্টার শহিদুল্লাহ, থানা সেক্রেটারি আতিকুর রহমান রায়হান, থানা কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
