বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে আগামী ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া উন্নয়নমূলক কাজগুলো পুনরায় চালু করা হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনা হবে।
রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, তিনি চাইলে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতেন, কিন্তু তাতে জনগণের কোনো উপকার হবে না। জনগণের প্রকৃত লাভ তখনই হবে, যখন পরিকল্পিতভাবে খাল খনন করা যাবে, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে বক্তব্য দিলেই জনগণের সমস্যার সমাধান হয় না। দেশের মানুষ বাস্তব পরিবর্তন চায়, যাতে করে তাদের দৈনন্দিন সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসে। সেই পরিবর্তনের জন্যই বিএনপিকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তারেক রহমান আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ একটি নতুন পথের প্রত্যাশা করছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করবে এবং একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে।
