আইসিসি–সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। এ সময় তার চোখে অশ্রু দেখা যায়। তবে এই আবেগ বাংলাদেশের দল বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হওয়ার কারণে নয়; বরং আইসিসির ভোটের সময় কোন দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল—এই প্রশ্নের উত্তরে তিনি আবেগ ধরে রাখতে পারেননি।
গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আইসিসির ওই গুরুত্বপূর্ণ ভোটে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তানই অবস্থান নিয়েছিল। তিনি বলেন, “শুধু পাকিস্তানই আমাদের পাশে ছিল। যে পাকিস্তান নিজেও নানা চাপ ও আঘাত সহ্য করেছে, সেই পাকিস্তানই আইসিসিতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে।”
তিনি আরও বলেন, “ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তোলে, পাকিস্তান এমন দৃঢ়ভাবে প্রতিটি প্রশ্নের জবাব দেয় যে এরপর তারা আর প্রশ্ন করার সাহস পায়নি।”
এই বক্তব্য দেওয়ার সময় আমিনুল ইসলাম আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তাসহ সাংবাদিকদের মধ্যে তখন নীরবতা নেমে আসে।
আইসিসিতে বাংলাদেশের অবস্থান, নিরাপত্তা ও ন্যায়সংগত দাবিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে আলোচনা ও বিতর্ক চলছে, এই বক্তব্য তারই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।







