ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যেই দায়িত্ব গ্রহণের শুরু থেকে রেজিস্টার্ড রিকশা চালু, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তাব তিনি প্রশাসনের কাছে তুলে ধরেন। সর্বশেষ সেন্ট্রাল ফিল্ডের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, সাইকেল চুরিসহ নানা ধরনের ঘটনা নিয়মিত ঘটছে।
তিনি আরও উল্লেখ করেন, নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে বহিরাগতদের কারণে তারা মাঠে খেলতে পারেন না এবং প্রায়ই হেনস্তার শিকার হন। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের প্রস্তাব প্রশাসন থেকে ফেরত আসায় ওই দেয়াল টপকিয়ে বহিরাগতদের প্রবেশ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
কিশোরদের কানে ধরে ওঠবস করানোর প্রসঙ্গে সর্বমিত্র চাকমা বলেন, গত মাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি এ ধরনের কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য হন। তিনি স্বীকার করেন, তার পদ্ধতি ভুল হতে পারে, তবে প্রশাসনের স্থবিরতা ও পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার সমস্ত ভাবনা ও উদ্যোগই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে কেন্দ্র করে।
পোস্টে তিনি আরও লেখেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আইনের সীমার বাইরে যেতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারও প্রতি অভিমান বা প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এদিকে সন্ধ্যায় কয়েকজন কিশোরকে কানে ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে খেলতে আসা একদল কিশোর নিজেরাই কানে ধরে ওঠবস করছে এবং হাতে লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন সর্বমিত্র চাকমা।
