আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশের চার জেলায় জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টায় যশোরে প্রথম জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এরপর দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা, বেলা সাড়ে ৩টায় খুলনা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে পর্যায়ক্রমে জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ডা. শফিকুর রহমান।
এদিকে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) জামায়াত আমির জামালপুর, শেরপুর ও ময়মনসিংহে জনসভায় যোগ দেবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির।
