ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, জামায়াতের ধৈর্যকে কেউ যেন দুর্বলতা মনে না করে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন।
দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমাদের মহিলারা ভোট চাইতে গেলে বাধা দিয়ে বলা হচ্ছে এই এলাকা বিএনপির। মনে হচ্ছে গ্রামগুলো তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের এক ইঞ্চি জমিনও আমরা কারও হাতে ছেড়ে দেব না। রাষ্ট্র আমাদের ভোট চাওয়ার অধিকার দিয়েছে, কেউ এতে বাধা দিলে প্রতিরোধের দেয়াল গড়ে তোলা হবে।”
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, “আমরা ধৈর্য ধরছি এবং নির্বাচনের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করছি। কিন্তু কেউ যদি এই ধৈর্যকে দুর্বলতা ভাবেন, তবে ভুল করবেন। ছাত্রশিবির যখন জেগে উঠবে, তখন পালানোর জায়গা পাবেন না।”
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে আমরা যে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি ও জুলুম দেখেছিলাম, ৫ আগস্টের পর শুধু হাত বদল হয়েছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি। তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজি, দুর্নীতি ও মানুষকে হুমকি-ধমকি দেওয়া পছন্দ করে না। তারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়।
জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।







