কুমিল্লায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির মহানগর কমিটি। আগামী ৩০ জানুয়ারি নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
বুধবার সকাল ১১টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা মহানগর জামায়াতের নেতারা।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির এবং কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের আয়োজনে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি আরও জানান, জনসভায় ১১ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে ১৫০টি মাইক স্থাপনসহ পুরো টাউন হল মাঠজুড়ে আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে মূল মঞ্চ স্থাপন করা হবে বলেও জানান তিনি।
