চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলে অবৈধভাবে সিট দখল সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে পাহাড়ে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) চবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়েছে, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এই নির্দেশ প্রদান করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক এম মিজানুর রহমান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং চবি সাংবাদিক সমিতির সদস্য। অভিযোগ অনুযায়ী, গত সোমবার (২৬ জানুয়ারি) রাতে সিফাতুল ইসলাম হোয়াটসঅ্যাপে কল দিয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সিফাত নিজেকে তার সহপাঠী ও আরেক ছাত্রদল কর্মী ‘সালমান’ পরিচয় দিয়ে হুমকি দেন যে, তাকে হল থেকে টেনে হিঁচড়ে পাহাড়ে নিয়ে গিয়ে পেটানো হবে। সাংবাদিককে নিউজ করার ‘অনুমতি’ কে দিয়েছে—এমন প্রশ্ন তুলে তাকে শারীরিক লাঞ্ছনার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত সিফাতুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফোনালাপের সময় তিনি যার পরিচয় ব্যবহার করেছিলেন, সেই আব্দুস সালাম সালমানের বিরুদ্ধেও শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে অবস্থান এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং সংশ্লিষ্ট অডিও রেকর্ডটি প্রকাশ পাওয়ার পর ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল।
